কষ্টের শেষ কোথায় ???

লিখেছেন লিখেছেন নান্দিনী ১৫ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৮:০৯ রাত

মানুষ কষ্ট পায়,অনেক কষ্ট পায়...মানসিক কষ্ট,শারীরিক কষ্ট,,এতো কষ্ট,এতো কষ্ট !

শারীরিক কষ্টের জন্য শারীরিক ব্যথা,যন্ত্রনা হয়তো দায়ী । মানসিক কষ্টের ক্ষেত্রে হয়তো চিকিত্‍সা বিজ্ঞানে বলবে যে কষ্ট উদ্রেগের জন্য অবশ্যই কোনো না কোনো হরমোন দায়ি । কিন্তু আমি বলবো,এই হরমোন তো অন্যান্য সময় ঘুমন্তই থাকে,হঠাত্‍ যখন জেগে উঠে,তখনই মানুষ কষ্ট অনুভব করে । কেনো জেগে ওঠে ? ঘুমন্তই তো থাকতে পারে,,,কি করে মানুষ,যখন তীব্র কষ্ট অনুভব করে,বিশেষ করে মানসিক কষ্ট ? কি করে মানুষ তখন ? কারো কাছে হয়তো এর শেষ,জৈবিক জীবন টা শেষ করে দেয়ার মধ্যে ।

একটা দড়ি বা এ জাতীয় কিছু অথবা মারাত্বক বিষক্রিয়া সৃষ্টি কারি কিছু,যা পরক্ষণেই এ পৃথিবীর সকল কষ্ট,যাতনা থেকে ঐ ব্যক্তিকে মুক্ত করে দিবে বলে ব্যক্তির ধারনা,আসলেই কি এই মুক্তি মেলে ?? সত্যিই মেলে ?? তাহলে এর শেষ কোথায় ???

বিষয়: বিবিধ

২৮৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294488
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০১
আব্দুল গাফফার লিখেছেন : দুঃখ ,কষ্ট জীবনেরই একটি অংশ। দুঃখ ছাড়া সুখ অনুভব করা কি যায় ? একটা দড়ি বা এ জাতীয় কিছু অথবা মারাত্বক বিষক্রিয়া সৃষ্টি কারি কিছু,যা পরক্ষণেই এ পৃথিবীর সকল কষ্ট,যাতনা থেকে ঐ ব্যক্তিকে মুক্ত করে দিবে বলে ব্যক্তির ধারনা,আসলেই কি এই মুক্তি মেলে ? এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা পরিএাণ পাবার আশাই এমন করেছে । অনেক ধন্যবাদ
০৩ আগস্ট ২০১৫ রাত ১২:৩২
275380
নান্দিনী লিখেছেন : পরিত্রান
কি আসলেই কেউ পায় ??
পায় না...এসবের ফলশ্রুতিতে
কষ্টে কষ্টই বাড়ে....
তবুও কেনো যে এসব মনে
আসে
০৫ আগস্ট ২০১৫ রাত ১০:৪৭
276083
আব্দুল গাফফার লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File